মমতাজের প্রথম লাইভ

বাংলাদেশের ফোক গানের সম্রাজ্ঞী মমতাজ দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এবারের ঈদে টিভি স্টেশনে প্রথম লাইভ মিউজিক্যাল শো করবেন। এই শো আয়োজন করেছে প্রয়াত মেয়র আনিসুল হক প্রতিষ্ঠিত স্যাটেলাইট টেলিভিশন নাগরিক। নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু ঢাকা ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানান।
এবারই প্রথম মমতাজ ঈদের দিন টিভি স্টেশনে লাইভ করছেন। ঈদের দিন রাত ১১ টা থেকে রাত ৩ টা পর্যন্ত মমতাজ নাগরিক টিভির লাইভে গাইবেন। লাইভ শেষ করেই সকালের ফ্লাইটে আমেরিকা যাবেন মমতাজ। নাগরিক টিভি চালু হওয়ার পর এটাই তাদের প্রথম ঈদ অনুষ্ঠানমালা প্রচার করা। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নানা বৈচিত্র্য দিয়ে তারা প্রথম ঈদ অনুষ্ঠানমালা সাজিয়েছেন।
অর্ণব আদিত্য