রিটার্ন অব লাভ : পপি

করোনা ভাইরাসের আক্রমনে সমগ্র বিশ্ববাসী এখন আতংকে দিন কাটাচ্ছেন। বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রভাব বেশ ভালো ভাবেই পড়েছে। এই অবস্থায় খেটে খাওয়া সাধারণ মানুষগুলো পড়েছেন বিপাকে। এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন সরকার থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার লোকজন। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারও।আর এসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন ঢাকার সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পপি। বর্তমানে তিনি নিজ বাড়ি খুলনায় অবস্থান করছেন, সেখানের প্রায় ১৫০০ পরিবারের মাঝে গত ১৪ এপ্রিল (পহেলা বৈশাখে) ত্রাণ বিতরণ করেছেন এই নায়িকা। সেসময় ত্রান বিতরনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে পপি লিখেন,
ত্রাণ নয়, সহায়তাও নয় – ‘রিটার্ন অব লাভ’ – তারকা হিসেবে সকলের কাছ থেকে পেয়েছি অফুরন্ত ভালোবাসা। এটা হলো তারই যৎসামান্য প্রতিদান দেওয়ার চেষ্টা, যদিও ভালোবাসার কোনো প্রতিদান দেওয়া যায় না। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারকেও নিরাপদে রাখুন।
পপি বলেন, ছোট বেলা থেকেই আমি সব সময় চেষ্টা করি মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য, আর যতদিন বেঁচে থাকবো এভাবেই মানুষের সেবা করতে চাই।
পপি আরও বলেন, এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার দ্বিতীয় পরিবার আমার ফিল্মের মানুষদের জন্য, যাদের সহযোগিতায় আজকে আমি পপি হয়েছি। আমার সেই সব প্রোডাকশন বয় সহ যারা প্রডাকশনে নিয়মিত কাজ করে আমাদের সহযোগিতা করেন তাদের সহযোগিতা করতে পারলে খুব ভালো লাগতো তবে খুলনায় আছি বলে কিছুই পারছিনা। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার পরিবারের সকল সদস্যদের প্রতি যারা এই সময়ে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, বিশেষ করে আমার কাজিন তিতাস সে সবসময় আমাকে সহযোগিতা করছে এবং কৃতজ্ঞতা জানাই মোরশেদ আহমেদ মনি ও তুনা ভাইকে যারা আমার পাশে থেকে সহযোগিতা করছেন।
রোমান রায়