গতকাল ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। ২০১২ সাল থেকে দিনটির উদযাপন শুরু হয়। আট বছর নিরবচ্ছিন্নভাবে দিবসটি পালিত হলেও এবার হলো এর ব্যতিক্রম। করোনা ভাইরাসের কারণে অঘোষিতভাবে বাতিল হয়ে গেছে দিবসের কার্যক্রম। প্রতিবছর এ দিন এফডিসিকে সাজানো হয় ব্যানার-ফেস্টুন দিয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তারকারা আসেন। বাদ যায় না সরকারি কর্মকর্তারাও। অংশ নেন উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু এ বছর দেশের এই ক্রান্তিলগ্নে সব আয়োজন বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, চলচ্চিত্র মানুষকে কাঁদায়, মানুষকে হাসায়। চলচ্চিত্রের বিকল্প কিছু হতে পারে না। টেলিভিশন নয়, নেটফ্লিক্সে সিনেমা দেখা নয়, ইউটিউবে কোনও সিনেমা দেখা নয়। চলচ্চিত্রের বিকল্প চলচ্চিত্র, অন্য কিছু হতে পারে না। আজ সেই চলচ্চিত্র দিবস। কিন্তু করোনার কারণে কোন প্রকার আয়োজন করা হচ্ছে না।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, জাতীয় চলচ্চিত্র দিবস প্রতি বছরই আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে দিয়ে যায়। এই দিনটি আমাদের জন্য অনুপ্রেরণার। কারণ এই বিশেষ দিনে চলচ্চিত্রের প্রবীন ও গুণীদের সাক্ষাৎ পাই। নবীন-প্রবীনদের মধ্যে একটা মেলবন্ধন হয়। কিন্তু এবার তো করোনা সবকিছু ভন্ডুল করে দিলো। তাই সবার উদ্দেশ্যে বলি, বেঁচে থাকলে আগামী বছর আরও সুন্দর করে বড় আয়োজনে জাতীয় চলচ্চিত্র দিবস পালন করব।
রোমান রায়