সাইমন মাহির ‘খুব বলতে ইচ্ছে হয়’

ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি। এই ছবিটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর পর্দায় আসছেন জুটি সাইমন সাদিক ও মাহি। সম্প্রতি ইউটিউবে মু্ক্িত পেয়েছে ‘জান্নাত’ ছবির প্রথম গান ‘খুব বলতে ইচ্ছে হয়’। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউবে অনেক সাড়া পড়েছে।
জাকির হোসেন রাজু পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘পোড়ামন’ ছবির পর আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। চলচ্চিত্রপাড়ার আলোচনা, চলচ্চিত্রের দর্শক হলে ফেরাতে ভূমিকা রাখবে ‘জান্নাত’। সুদীপ্ত সাঈদের গল্পে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন আসাদ জামান। ছবিটিতে আরো অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফসহ অনেকে।