করোনা ভাইরাস আতঙ্কে ভারত জুড়ে এখন লক ডাউন। এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের কষ্টটা ভালই উপলদ্ধি করেছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মীর্জা। দুঃস্থদের জন্য কিছু একটা করতে হবে বলে নিয়েছিলেন উদ্যোগ সানিয়া মীর্জা।
সাফা নামের একটি সংগঠনের ফেসবুকের মাধ্যমে গত সপ্তাহে একটি ভিডিও করেছেন শেয়ার। কঠিন সময়ে খেটে খাওয়া মানুষদের জন্য তহবিল সংগ্রহে জানিয়েছিলেন উদাত্ত আহ্বান। তাতে পড়েছে ব্যাপক সাড়া।এই তহবিলে জমা পড়েছে ১ কোটি ২৫ লাখ রূপী।
তা দিয়ে এক লাখ লোকের জন্য খাদ্য সামগ্রী কিনে তা বন্টন কেরেছেন সানিয়া মীর্জা।ভারতের প্রভাবশালী ইংরেজী দৈনিক হিন্দুস্থান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সানিয়া মীর্জা জানিয়েছেন-‘এই জটিল সময়ে পৃ্থিবী যেভাবে চলছে, আমরা ঘরে বসে, স্বাচ্ছন্দ্যে এবং সবকিছু আবার ঠিক হওয়ার জন্য অপেক্ষা করার সুযোগ পেয়েছি। তবে এমন হাজার হাজার মানুষ আছেন যারা ভাগ্যবান নন । আমাদের সক্ষমতার মধ্যে তাদের তাদেরক যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’
নীরবে তহবিল জোগাড় করে দুঃস্থদের মধ্যে খাবার সামগ্রী তুলে দিয়ে টুইটারে স্বস্তি প্রকাশ করেছেন এই টেনিস সেনসেশন-‘গত সপ্তাহে আমরা একটি দল হিসাবে চেষ্টা করেছি প্রয়োজনীয় মানুষকে কিছুটা সহায়তা প্রদানের জন্য..আমারা হাজার হাজার পরিবারকে খাবার সরবরাহ করেছি এবং এক সপ্তাহের মধ্যে ১.২৫ কোটি জোগাড় করেছি যা এক লক্ষ লোককে সাহায্য করবে । এটি একটি চলমান প্রচেষ্টা।’
আলমগীর কবির