শাহজাদপুরে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সাবেক এমপি চয়ন ইসলাম

করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়াতে গ্রাম গঞ্জের দুস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম।
গতকাল রবিবার থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরস্থ নিজ বাসভবনে তাঁর পক্ষে দুস্থ-অসহায়দের মধ্যে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব দিনমজুরদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
চয়ন ইসলামের পক্ষে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফেইসবুক ওয়ালে এই কার্যক্রমের কিছু ছবি পোস্ট করে বলেন, সাবেক সফল এমপি চয়ন ইসলামের নিজস্ব তহবিল থেকে উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে গরিব মানুষদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল,আলু, পেঁয়াজ, সাবান, স্যাভলন, মাস্ক, হ্যান্ড গ্লাভস ইত্যাদি।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শিল্পপতি চয়ন ইসলাম জানান, তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়া হবে।
যত দিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে তত দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি তাঁর উপজেলাবাসীকে করোনা মোকাবিলায় ভয় না পেয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় এলাকার প্রত্যকটি বিত্তবানদের দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।
আলমগীর কবির