স্বাধীনতার মাসে ‘স্মৃতি দিয়ে ঘেরা’

স্বাধীনতার মাসে আসছে নির্মাতা দিল মোহাম্মদ দিলুর টেলিফিল্ম ‘স্মৃতি দিয়ে ঘেরা’।মুক্তিযুদ্ধে একজন বীরাঙ্গনার ভুমিকা ও পরবর্তীতে পারিবারিক ও সামাজিক নানা টানা পোড়েন নিয়ে লিখা ‘স্মৃতি দিয়ে ঘেরা’। এই টেলিফিল্মে অভিনয় করেছেন-সাদেক বাচ্চু, আবুল হায়াত, ফারহানা মিলি, হাফিজুর রহমান সুরুজ, নুর-ই-আলম সুমন, আখতারুজ্জামান। ‘স্মৃতি দিয়ে ঘেরা’ গল্পে দেখা যাবে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে একজন বাবা তার সন্তান কে মুক্তিযুদ্ধে যেতে নিষেধ করে, ছেলেটি নববধূকে রেখে যুদ্ধে গিয়ে মারা যায়। শ্বশুরের সামনে থেকে পুত্রবধূকে মিলিটিরিরা ধরে নিয়ে যায়, শ্বশুর খাটের নিচে লুকিয়ে থাকে। মিলিটারি ক্যাম্পে চলে মেয়েটির উপর অত্যাচার। যুদ্ধশেষে মেয়েটি ফিরে এলে তার শ্বশুর বাড়ি থেকে বের করে দিতে চায়, এভাবে গল্প এগিয়ে যায়।
রোমান রায়