স্বনামধন্য আসিফ আকবর এরইমধ্যে নিজে কণ্ঠ দেওয়ার পাশাপাশি বেশকিছু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা আসিফ আকবরের সঙ্গে এই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। শিরিন শিলা জানান, এবারই প্রথম মিউজিক ভিডিওতে কাজ করছি এবং আসিফ ভাইয়ের সঙ্গে মডেল হিসেবে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। গানটিও আমার দারুণ পছন্দ হয়েছে। গানটির প্রথম লাইন ‘ও কন্যা তোমারে আমার এ অন্তরে রাখিব যতনে যতনে’। গানটি লিখেছেন তরুণ মুন্সী। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন সৈকত নাসির। গানটি আসছে ঈদে নিউ ভিশন বিডির ইউটিউব চ্যানেলে এবং সকলে এটি পছন্দ করবেন। আসিফ আকবর বলেন, অন্যরকম কথা-সুরের একটি গান। এ গানের ভিডিওতে আমি ও শিরিন শিলা পারফর্ম করছি। আয়োজনটা বেশ ভালো। তাই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আমার বিশ্বাস, এ গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।