ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচন : কাদের গনি সভাপতি, শহিদুল সম্পাদক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) নির্বাচনে কাদের গনি চৌধুরী-শহিদুল ইসলাম প্যানেল বিজয়ী হয়েছে। গতকাল দিনব্যাপী ভোটগ্রহণের পর রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৫৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের শহিদুল ইসলাম ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরফানুল হক নাহিদ পেয়েছেন ৫৯০ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ীরা হলেন : শাহীন হাসনাত, বাছির জামাল ও রাশেদুল হক।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহজাহান সাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), প্রচার সম্পাদক পদে খন্দকার আলমগীর হোসাইন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আবুল কালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), জনকল্যাণ সম্পাদক পদে দেওয়ান মাহমুদা সুলতানা, দফতর সম্পাদক পদে ডি এম অমর নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে খন্দকার হাসনাত করিম পিন্টু, রফিক মুহাম্মদ, শহিদুল ইসলাম, আবুল হোসেন খান, কাজী তাজিম উদ্দিন, জেসমিন, রফিক লিটন, আব্দুল হালিম।
আলমগীর কবির