করোনাভাইরাস ইস্যুতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত রোববার ৮ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে সব শিক্ষা প্রতিষ্ঠান ৪ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। করোনাভাইরাসের প্রভাব যেন শিক্ষার্থীদের উপর না পড়ে তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে কেবল মঙ্গলবারই ৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সনাক্ত হওয়া এই ৬ জনসহ এপর্যন্ত আমিরাতে বিভিন্ন দেশের মোট ২৭ জন নাগরিক করোনোভাইরাস (কোভিড -১৯) এ আক্রান্ত হয়েছেন।
এসময় আরো জানান, প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ১ মাসের যে ছুটি দেয়া হয়। করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটির পরিবর্তে এ বছর চলতি ছুটি গ্রীষ্মকালীন ছুটি হিসেবে কার্যকর হবে।
আলমগীর কবির