এবারই প্রথম একসঙ্গে গাইলেন এই সময়ের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা ও ‘চোখেরই পলকে’খ্যাত গায়ক রিজভী ওয়াহিদ।
সম্প্রতি তাদের গাওয়া ‘গাঙচিল মন’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে মুশফিক লিটু। কিছু দিনের মধ্যেই রিজভী ওয়াহিদের ইউটিউব চ্যানেল ‘আরডব্লিউ এন্টারটেইনমেন্ট’ থেকে ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। ভিডিওটির শুটিং হবে অস্ট্রেলিয়ায়।
আমি রোজ হই নিখোঁজ, তোমার চোখের ঈশারাতে/এ কি ঘোর আসে ভোর, তুমি নামের ভাবনাতে/আমার জন্য কিছু প্রেম রেখো তুমি হাতে/গাঙচিল এ মন যাবে তোমার সাথে সাথে- এমন কথার গান প্রসঙ্গে কণা বলেন, এটি খুব মিষ্টি রোমান্টিক একটি গান। রবিউল ইসলাম জীবনের কথার সঙ্গে নাজির মাহমুদের সুর আর মুশফিক লিটুর সংগীতায়োজন মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশাকরি সবার পছন্দ হবে।
রিজভী ওয়াহিদ বলেন, আমার পছন্দের শিল্পীদের একজন কণা। এই গানটিও তিনি খুব সুন্দর গেয়েছেন। গানের গল্পের সঙ্গে মিল রেখেই আমরা ভিডিওটি বানাবো। আসছে ঈদে গানটি প্রকাশ করার ইচ্ছে আছে।
রোমান রায়