মুজিববর্ষ উপলক্ষে অনুরূপ আইচের নতুন গান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জনপ্রিয় গীতিকার ও সাংবাদিক অনুরূপ আইচের লেখা দুটি নতুন গান বের হচ্ছে। দুই গানের একটি কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী আতিকা মম। আরেকটিতে জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। গুণী সংগীত পরিচালক ও সুরকার রাজন সাহা এবং ইফতির সুর ও সংগীতে ইতোমধ্যে গান দুটির রেকর্ড সম্পূর্ণ হয়েছে।
এ ব্যাপারে গীতিকার অনুরূপ আইচ বলেন, ‘মুজিববর্ষ নিয়ে আমার দুটা গান বের হচ্ছে। দুটি গান দুই ধরনের ফ্লেভারের। ইসমাইলের কণ্ঠে গানটি শুভ জন্মদিন উপলক্ষে লেখা। আর মমর গানটিকে শুধু গান বললে ভুল হবে। এটি স্লোগানের মতোই বুকে গেঁথে রবে আশা করি। এই গানের তালে সবার নাচার উপক্রম হবে।’
তিনি আরও বলেন, ‘জাতির পিতাকে নিয়ে গান লিখতে পারা যে কোনো গীতিকারের জন্য সম্মানের ও সৌভাগ্যের ব্যাপার। আমি শুধু চাই, আমার লেখা এই গান প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাক। এই গান শুনলেই তিনি অবশ্যই পছন্দ করবেন বলে আত্মবিশ্বাসী আমি।’
গান দুটি বিষয়ে সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘আতিকা মম শিশুশিল্পী হলেও খুব ভালো গান গেয়েছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। তার কণ্ঠে অনুরূপ আইচ দাদার এই গান যে একবার শুনবে, তারই ভালো লেগে যাবে।’
রোমান রায়