সেন্সর থেকে ছাড়পত্র পেলো অধরার ‘পাগলের মতো ভালোবাসি’

    বাংলা চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা অধরা খান। ইতোমধ্যে তার অভিনীত দুইটি সিনেমা ‘মাতাল’ ও ‘নায়ক’ মুক্তি পেয়েছে। এই দুইটি ছবি মুক্তি পেলেও তার প্রথম চলচ্চিত্র ‘পাগলের মতো ভালোবাসি’ এখনো মুক্তি পায়নি। নানা জটিলতায় এতদিন আটকে ছিলো ছবিটি। অবশেষে ছবিটি সেন্সর ছাড়পত্র পেলো।
    ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবির কাহিনী। নির্মাতা শাহীন সুমনের পরিচালনায় ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অধরার বিপরীতে অভিনয় করেছেন আসিফ নুর ও সুমিত সেন গুপ্তা। কিছুদিন আগে ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়। এ সিনেমার একটি গানের কথায় অশ্লীল শব্দ রয়েছে বলে অভিযোগ তোলেন সেন্সর বোর্ডের সদস্যরা। অবশেষে এই গানের কথা পরিবর্তনের পর ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।
    ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয় রাজসহ আরও অনেকেই। নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু ও নুহরাজ।
    প্রসঙ্গত, সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত এ ছবির শুটিং শুরু হয় ২০১৬ সালে। শুটিং শেষ হয় চলতি বছরের শুরুর দিকে। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই।
    রোমান রায়