বিয়ে করলেন শওকত আলী ইমন ও হৃদিতা রেজা

সংবাদ পাঠিকা হিসেবে পরিচিত মুখ হৃদিতা রেজাকে বিয়ে করেছেন সংগীত পরিচালক, সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী শওকত আলী ইমন। বৃ্হস্পতিবার রাত সাড়ে ৯ টায় রাজধানীর বাংলা মটরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এই বিয়েতে শুধুমাত্র নবদম্পতির দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতেই শওকত আলী ইমন বলেন, গত ১২ ফেব্রুয়ারি হৃদিতা ও আমার পরিবার সিদ্ধান্ত নেয়, ‘আমরা বিয়ে করতে যাচ্ছি’।
তিনি বলেন, দুই পরিবারের পূর্ণ সমর্থনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঈদুল ফিতরের পর বড় আয়োজনে বিয়ের সংবর্ধনার আয়োজন করা হবে।
শওকত আলী ইমনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। অসংখ্য বাংলা ছবির গানের সঙ্গে জড়িয়ে আছে ইমনের নাম। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
রোমান রায়