দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস জুটি বেঁধে অভিনয় করেছেন একটি সিনেমায়। নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। নাম ঘোষণা, নির্মাণ ও সম্পাদনা মিলিয়ে বহু দিন চলে গেছে এই সিনেমার বেড়ে ওঠায়। তবে এতদিন পর্যন্ত সিনেমাটির কোনো পোস্টার, টিজার বা কোনো গান প্রকাশ করা হয়নি।
অবশেষে প্রকাশ করা হয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার। যেখানে দেখা দিয়েছেন সিনেমাটির মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী বাপ্পী ও অপু। পোস্টারে বিয়ের সাজে বর ও কনের রূপে দেখা যাচ্ছে।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নির্মাণ করেছেন দেবাশীষ বিশ্বাস। এটি মূলত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল। যেখানে অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনূর। সিনেমাটি ছিল দর্শকনন্দিত ও ব্যবসাসফল।
পোস্টারের সঙ্গে জানানো হয়েছে, আসন্ন মার্চেই মুক্তি পেতে যাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে শিগগিরই ঘোষণা করা হবে।
ফ্যামিলি ড্রামা ও কমেডি ধাঁচের এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা ও চিকন আলী প্রমুখ। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
রোমান রায়