ফাল্গুনী আনন্দ মেলার অতিথি নাদিয়া

সালহা খানম নাদিয়া ছোটপর্দায় বেশ জনপ্রিয় কিছু নাটক দর্শকদের উপহার দিয়েছেন। মিউজিক ভিডিওর মডেল হিসেবে দর্শকের মন জয় করেছেন। আজ সকালে ধানমন্ডি ২৭ নাম্বারের মাইডাস সেন্টারের ১২ তলায় সকাল থেকে শুরু হয়েছে ‌ফাল্গুনী আনন্দ শীর্ষক মেলা। তিনদিনের এ মেলাতে সকালে অতিথি হিসেবে অংশ নেন নাদিয়া। এ সময় মেলার আয়োজক নুসরাত জাহান, শীতল ও মুহাম্মদ মাহমুদুল ইসলাম তাশফীসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় নাদিয়া মেলায় অংশ নেয়া স্টলগুলো ঘুরে দেখেন। নাদিয়া বলেন, এ ধরনের নারী উদ্যোক্তাদের দেখে আমিও সাহস পাই। তাদের জন্য শুভ কামনা। এগিয়ে যাক নারীরা। আয়োজক হিসেবে নুসরাত জাহান বলেন,আমরা বেশ সাড়া পাচ্ছি। তিনদিনে অনেক দর্শনার্থীরা আসবেন বলে আশা করছি। নন-প্রফিট অর্গানাইজেশন (অ্যাসেন্ট ফাউন্ডেশন) হিসেবে যতটুকু সেবা দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই চেষ্টা করছি। মেলাতে ৫০টির মত বিভিন্ন বুটিক, খাবার, ঘর সাজানোর সামগ্রীসহ নানান ধরনের স্টল রয়েছে। এক ছাদের নীচে তিনদিনের এই আয়োজন করতে পেরে আমারও বেশ আনন্দিত।
রোমান রায়