নানা চমক নিয়ে কোনাল

বছরটা বেশ ভালোভাবেই শুরু করেছেন চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা সোমনূর মনির কোনাল। স্টেজ, অডিও এবং প্লেব্যাক- প্রতিটি ক্ষেত্রেই দারুণ সরব এ শিল্পী। নানা চমক নিয়ে বছরের শুরুতে হাজির হয়েছেন তিনি। ভালোবাসা দিবসটিও গানে গানে কাটিয়েছেন। পুরো দিনটি পার করেছেন শ্রোতাদের গান শুনিয়ে। এর বাইরে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে কোনালের নতুন গান ‘মেঘ’। জিসান খান শুভর কথা-সুরে গানটির সংগীত করেছেন নাভেদ পারভেজ। এটির ভিডিও পরিচালনা করেছেন স্বরাজ দেব।
ভিডিওতেও পারফর্ম করেছেন কোনাল। এদিকে সম্প্রতি ‘বীর’ ছবিতে কোনাল-ইমরানের গাওয়া ‘তুমি আমার জীবন’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কবির বকুলের কথায় এর সংগীত করেছেন আকাশ সেন। গানটির চিত্রায়নে শাকিব খান ও বুবলীর পারফরমেন্সও বেশ প্রশংসিত হয়েছে। এরইমধ্যে ইউটিউবে তিন মিলিয়ন পার করেছে এর ভিউ। এছাড়াও এ ছবির আইটেম গান ‘মিস বুবলী’ও গেয়েছেন কোনাল। এর সুর ও সংগীত করেছেন আকাশ সেন। এটিও ইউটিউবে এক মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেছেন। সামনে আরো বেশ কিছু ছবিতে পাওয়া যাবে কোনালের কন্ঠের গান। পাশাপাশি কিছু অডিও গান নিয়েও বছরজুড়ে শ্রোতাদের সামনে হাজির হতে দেখা যাবে তাকে। এ বিষয়ে কোনাল বলেন, ‘বীর’ এর গানগুলো থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এটা শিল্পী হিসেবে আমার জন্য বড় পাওয়া। সামনে আরো ভালো গান শ্রোতাদের উপহার দিতে চাই। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। আরো কিছু নতুন ছবির গান সামনে শ্রোতারা শুনতে পাবেন। ছবির পাশাপাশি নতুন গান ভিডিও সহও প্রকাশ হবে সামনে। আশা করছি ভালো লাগবে সবার।
রোমান রায়