কর্নিয়ার সাথে অসোক সিং এর প্রথম প্লে-ব্যাক

এই সময়ের তরুণ জনপ্রিয় কন্ঠ শিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। প্রথম ওপার বাংলার নবাগত শিল্পী অসোক সিং এর সাথে প্রথম প্লে-ব্যাকে কন্ঠ দিয়েছেন । শরিফ চৌধুরী প্রযোজিত নতুন চলচ্চিত্র ‘নকল’ এর প্রথম গান । গতকাল সন্ধায় মগবাজার ফোকাস মাল্টিমিডিয়া ষ্টুডিওতে গানটির কর্ণিয়ার ভয়েস সম্পূর্ন করেন প্রযোজক শরিফ চৌধুরী। ‌’কোন এক রৌদ্র মাসে’ শিরোনামে গানটি লিখেছেন সাংবাদিক ও গীতিকার সুদীপ কুমার দীপ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার সঙ্গীত পরিচালক লিংকন হাসান । ‘নকল’ চলচ্চিত্রের কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ । তবে ফেরারী ফরহাদ জানিয়েছেন ’নকল’ নামটি চেঞ্জ হতে পারে । পরিচালনা করছেন অপূর্ব রায়।
কর্নিয়া নতুন চলচ্চিত্রে প্লে-ব্যাকে নিয়ে বলেন , ২০২০ সালে প্রথম প্লে-ব্যাক করেছি , অসম্ভব সুন্দর একটা গান গাইলাম ’কোন এক রৌদ্র মাসে’ শিরোনামে খুব ভালো কথা লিখেছেন দীপ দাদা, লিংকন অসুধারন সুর করেছেন । অসোক সিং এর সাথে প্রথম কোন প্লে-ব্যাক করেছি । প্রথম ইন্ডিয়ান কোন শিল্পীর সাথে আমার গান গাওয়া। আশা করছি গানটি প্রকাশ হইলে জনপ্রিয় হবে ।
জাকিয়া সুলতানা কর্নিয়া, ২০০৯ সাল থেকে স্টেজ শো করছেন তিনি। তবে তাঁর পরিচিতি তৈরি হয় ২০১২ সালে টেলিভিশনে একটি রিয়েলিটি শোতে দ্বিতীয় হবার পর থেকে। ছোটবেলায় পাইলট হবার ইচ্ছা ছিল, তবে মা’র ইচ্ছাতেই শিল্পী হয়েছেন কর্নিয়া।
২০১২ সালে গানভিত্তিক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এ রানার্সআপ নির্বাচিত হন কর্নিয়া। সেই থেকে পথচলা শুরু। এরপর ‘গাঙচিল’, ‘লাগ ভেলকি’, ‘বাঁকা চোখ’, ‘তোমায়’, ‘শুভ নববর্ষ’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন এই শিল্পী। প্রকাশিত হয়েছে বেশ কিছু মিক্সড অ্যালবাম। চলচ্চিত্রের গানেও প্লেব্যাক করছেন এই সংগীতশিল্পী। দেন এই শিল্পী। প্রকাশিত হয়েছে বেশ কিছু মিক্সড অ্যালবাম। চলচ্চিত্রের গানেও প্লেব্যাক করছেন এই সংগীতশিল্পী।
রোমান রায়