দীর্ঘ সাত বছর পর আবারও একসাথে কাজ করলেন একসময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ ও মনির খান শিমুল। নব্বই দশকে দুজনেই ছিলেন তুমুল জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী। হাসান রেজাউলে পরিচালনায় নির্মিত নাটকটির নাম ‘অনুভবে অন্তরে’। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করা প্রসঙ্গে হাসান রেজাউল বলেন, ‘তারা ছিলেন আমার নব্বইয়ের ক্রাশ। শুধু আমার নয়, সবার।এবার সুযোগ হলো একসঙ্গে তাদের নিয়ে কাজ করার। কাজটি ভালো হয়েছে। ’ যন্ত্রাক্ষি ফিল্মসের ব্যানারে নির্মিত নাটকটির রচনায় মুন্না রহমান।
সম্প্রতি এই নাটকের কিছু ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। যেখানে দুজনের কিছু শুটিং দৃশ্য ধরা পড়েছে। জানা যায়, রাজধানীর চমৎকার কিছু লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকটি যে কোনো একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এরপর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
রোমান রায়