একঝাঁক তারকাদের উপস্থিতি যাত্রা শুরু হলো ‘তুর্কিশ কিচেন’র

বিশ্ব ভালোবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারী যাত্রা শুরু করলো ‘তুর্কিশ কিচেন’ নামে একটি রেস্তোরাঁ। শোবিজ অঙ্গনের একঝাঁক তারকাদের উপস্থিতিতে বেশ জমকালো ভাবেই উদ্বোধন হলো তুর্কিশ কিচেন’-এর। এ সময়ে উপস্থিত ছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর, জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস,টিভি অভিনেত্রী শখ, নাদিম খান, তানভীর তনু, কন্ঠশিল্পী শাকিলা সুকলা, গায়ক মাহমুদ সানিসহ আরো অনেকে। ঔসময় সকলে একসাথে কেক কেটে উদ্বোধন করেন রেস্তোরাঁটি।
হাজী মোঃ সবুজ, বাবুল হোসেন বাবু এবং জেসমিন আক্তার আশা’র যৌথ উদ্যোগে রেস্তোরাঁটি চালু করা হয়, উদ্যোক্তারা জানান, তুর্কির সকল প্রকারের খাবার পাওয়া যাবে এই রেস্তোরায়, বিশেষ করে তুর্কির বিখ্যাত খাবার গুলো সবসময়ই থাকবে।
উল্লেখ্য, রেস্তোরাটি রাজধানীর উত্তরায় ১১ নাম্বার সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে ১২ নাম্বার বাড়িতে অবস্থিত।
রোমান রায়