ভালোবাসা দিবস উপলক্ষে মঙ্গলবার ড্রিম টাচ্ মিডিয়ার ব্যানারে প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘পাষান বন্ধু’। আরিফুল ইসলাম মামুনের কথায়, হুমায়ুন কবিরের সুরে রিয়েল আশিকের মিউজিক এ গানটিতে কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী ইমন গান। এতে মডেল হয়েছেন আলভি মামুন, সামান্তা শিমু ও মুকুল জামিল। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজিন খান।
নির্মাতা সাজিন খান বলেন, গানের সাথে মিল রেখে সুন্দর একটি ভিডিও নির্মাণ করার চেষ্টা করেছি। গানের গল্প খুব সুন্দর আশা করি, আপনাদের ভালো লাগবে। ড্রিম টাচ্ মিডিয়ার নতুন একটি প্রতিষ্ঠান আশা করি এই প্লাটফর্ম থেকে আপনারা অনেক ভালো ভালো কাজ দেখতে পাবেন এবং আমি সবার কাছে ডি টিএম এর জন্য দোয়া চাইছি। সবাই বাংলা গানকে ভালোবাসবেন বেশি বেশি করে বাংলা গান শুনবেন।
নিজের নতুন গান নিয়ে ইমন খান বলেন, ‘অসাধারণ একটি গান হয়েছে। সুর-সঙ্গীতও দারুণ হয়েছে। আমি আমার গায়কীর সর্বোচ্চটা দিয়েছি। আশা করছি গান-ভিডিওতে দর্শক নতুন কিছু পাবে।’
রোমান রায়