১৩ মার্চ শুরু সিয়াম-পরী’র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত হলো খ্যাতিমান লেখক ডক্টর মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের দিন রাতুলের রাত’ গল্প অবলম্বনে নির্মিতব্য হবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। আবু রায়হান জুয়েলের পরিচালনায় এ সিনেমায় দ্বিতীয়বার মতো জুটি বেঁধে পর্দায় আসবেন সিয়াম আহমেদ ও পরীমনি।
নির্মাতা জানালেন ১৩ মার্চ থেকে শুটিং শুরু হবে ছবিটির। সদরঘাট থেকে শুরু হবে শুটিং। টানা ২৫ দিন লঞ্চে থাকবেন কলাকুশলীরা। তিনি আরো বলেন,এটি তাঁর প্রথম চলচ্চিত্র।তিনি সকলের দোয়া আর সহযোগিতা নিয়ে ভালো মতো কাজটি সম্পন্ন করতে চান।
চিত্রনায়িকা পরীমনি বলেন, বেশ কয়েকবার আমি সুন্দরবন যাওয়ার পরিকল্পনা করি। কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি। এবার সুযোগ মিলেছে সুন্দরবন দেখার।এ ছবির শুটিংয়ের মাধ্যমে সুন্দরবন দেখার সুযোগ পাবেন পরী। শুটিংয়ের ফাঁকে পশু-পাখির ছবি তুলবেন বলে জানালেন তিনি।
তিনি যোগ করে বলেন, আমি ছবি তুলতে বেশ ভালোবাসি। সে জন্য সর্বশেষ আমার ভাই ফটোগ্রাফার আদনান আজাদ আসিফ ভাই ক্যামেরা ব্যাগ নিয়ে রেডি কিন্তু সেবারো যাওয়া হয়নি। তবে এবার আমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। শুটিংয়ের ফাকে আমি পশু পাখির ছবিও তুলবো। পরী আরো জানান পুরো বিষয়টি তার কাছে অ্যাডভেঞ্চারের মতো লাগছে।
নায়ক সিয়াম বলেন, ২৫ দিনের এক যাত্রায় বন্ধু হিসেবে আমরা এই অ্যাডভেঞ্চারে যাচ্ছি। অ্যাডভেঞ্চারে কোন সমস্যায় পড়লে শিশু-বন্ধুরা সমাধান খুঁজে বের করবে। আশা করছি দারুণ হবে এই সুন্দরবনের অ্যাডভেঞ্চার।
অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হলে ভালো কবিতা, ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হবে। সমাজ তথা শিশুদের বিকাশের জন্য ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হবে।
প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’ পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।
রোমান রায়