ড. মাহফুজুর রহমানকে ডিবেট ফর ডেমোক্রেসি ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের

২য় বারের মতো মাদার তেরেসা রত্ন আন্তর্জাতিক এ্যাওয়ার্ড পাওয়ায় ড. মাহফুজুর রহমানকে গত ৬ ফেব্রুয়ারি, বুধবার এক সংবর্ধনা প্রদান করে ডিবেট ফর ডেমোক্রেসি ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন। কাওরান বাজারের ওয়াসা ভবন’ এটিএন বাংলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। শুভে”ছা বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।
এখানে উলে­খ্য গত ১৮ জানুয়ারি, শনিবার কলকাতার ইজেডসিসি মিলনায়তনে ড. মাহফুজুর রহমান এর হাতে এ সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকার। এটি ছিল সংগঠনটির ২০তম উদ্যোগ। সারাবিশ্বে বাংলা ভাষায় প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল প্রতিষ্ঠা করে গণমাধ্যমে সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য ড. মাহফুজুর রহমানকে এই আন্তর্জাতিক পুরষ্কার প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন- মাদার তেরেসার মত আমরা সবাই যদি জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করতে পারি তাহলে সমাজে আমরা তার পথ অনুসরন করতে পারবো।কিন্তু‘ বর্তমান বস্তবতায় বিত্তশালী মানুষের সংখ্যা বাড়লেও সে হারে সমাজ হিতৈষি বা মানবতার জন্য কাজ করে এরকম মানুষের সংখ্যা বাড়ছে না। বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠী সরকারি হিসেবে ২০%-২২% বলা হচ্ছে। অর্থাৎ প্রতি ৫জনে ১জন দরিদ্র। অথচ আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত হতে যাচ্ছি। দেশের উন্নয়নের কথা যেভাবে বলা হ”েছ অর্থাৎ- পদ্মা সেতু, মেট্রোরেল, নতুন নতুন ফ্লাইওভার তৈরি ইত্যাদি যেভাবে হচ্ছে সেভাবে সাধারণ মানুষের স্বাস্থ, শিক্ষা, বাসস্থান, ইত্যদি মৌলিক চাহিদাগুলো পূরন হচ্ছে কিনা সেটা আমাদের ভাবতে হবে। মনে রাখতে হবে উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা অত্যান্ত জর“রী। আজকে এক শ্রেণীর প্রভাবশালী ব্যাক্তি নানা কায়দায় দেশের টাকা লুট করে ইউরোপ, আমেরিকা, কানাডায় সেকেন্ড হোম তৈরি করে দেশের অর্থ বিদেশে পাচার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই ক্যাসিনোর মাধ্যমে অর্থ লুটকারী সহ সকল দেশের সম্পদ লুটেরাদের আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করার জন্য।
রোমান রায়