শুরু হয়েছে ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আসর নিউইয়র্ক ফ্যাশন উইক। এ বছর উইন্টার সেশনের ফ্যাশন উইক শুরু হয়েছে চলতি মাসের ৬ তারিখ থেকে।সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির ম্যানহাটানের বিভিন্ন ভেন্যুতে রাম্পে হাঁটেন মডেলরা। আর ৭ ফেব্রুয়ারি এতে বাংলাদেশি পোশাক নিয়ে হাজির ছিলেন বাংলাদেশী ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। আর এতে শো স্টপার হিসেবে ছিলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ও মডেল তমা মির্জা।
বাংলাদেশি-আমেরিকান ডিজাইনার পিয়াল হোসেন প্রথমবারের মতো নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিলেন।এ প্রসঙ্গে তিনি জানান, শোতে জামদানি, মসলিন, পাটজাত পোশাক উপস্থাপন করা হয়েছে।তিনি আরও বলেন,’ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আসর নিউইয়র্ক ফ্যাশন উইক-এ বাংলাদেশকে তুলে ধরতে পেরে আমি গর্বিত।’
অভিনেত্রী তমা মির্জা বলেন,’আমি অনেকবার আমেরিকায় এলেও এবারেই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছি। ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আসর নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিতে পেরে আমি ভীষণ আনন্দিত। এটা আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা।’
নিউইয়র্ক ফ্যাশন উইকের বাংলাদেশি পর্বের আয়োজক সাউন্ডপেস। প্রতিষ্ঠানের কর্ণধার ওমর চৌধুরী অমি জানান, আসছে সেপ্টেম্বরের নিউইয়র্ক ফ্যাশন উইকে আরও বড় পরিসরে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। যেখানে আরও বেশি সংখ্যক বাংলাদেশি মডেল অংশগ্রহণ করবেন।
নিউইয়র্ক ফ্যাশন উইকে ডিজাইনার পিয়াল হোসেনের শোয়ে সহযোগিতা দিয়েছে নিউইয়র্কের আইটি প্রতিষ্ঠান টেকনোসফট। প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার রবিন খান বলেন, নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশকে উপস্থাপন করার এই সুযোগ নিঃসন্দেহে গর্বের। প্রবাসী হিসেবে এ গর্বের অংশীদার আমরা সবাই।
রোমান রায়