এই প্রথম ওয়েব ফিকশনে জাহারা মিতু

‘মিস ওয়াল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতা এসে মিডিয়াতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে চলেছেন জাহারা মিতু। ইতোমধ্যে সিনেমাও নাম লিখিয়ে ফেলেছেন তিনি। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে কাজ করছেন। সিনেমাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ সিনেমার পর নতুন বেশকিছু সিনেমার প্রস্তাব পেলেও এখন পর্যন্ত কোনোটায় চুক্তিবদ্ধ হননি তিনি। এদিকে জাহারা মিতু দিলেন নতুন খবর! এবারই প্রথম তিনি একটি ওয়েব ফিকশনে কাজ করছেন।
জাহারা মিতু বলেন, এতে আমাকে সাংবাদিক চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। এখানে আমার চরিত্রের নাম জুলি। মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে আমাকে দর্শকরা ‘কন্ট্রাক্ট’ নামের এই ওয়েব কনটেন্টে দেখতে পাবেন। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র ছিল এটি।
থ্রিলার ঘরানার গল্প। আর এটি পরিচালনা করেছেন শামীম জামান। মোশাররফ করিম ভাইয়ের মতো অসাধারণ একজন অভিনয়শিল্পীর পাশাপাশি শামীম জামান ভাইয়ের পুরো টিমটি ছিল গোছানো। কাজটি করে বেশ ভালো লেগেছে। রাজধানীর উত্তরার দিয়া বাড়ী, কাওরানবাজারসহ বেশকিছু লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। খুব শিগগিরই যে কোনো একটি আন্তর্জাতিক প্ল্যাটফরমে এটি প্রকাশ পাবে বলে জানা যায়। এদিকে সামনে আরো কিছু কাজ নিয়ে কথা চলছে বলে জানান জাহারা মিতু। দর্শকদের চলতি বছর ভালো কিছু কাজ উপহার দিতে চান এই অভিনেত্রী।
রোমান রায়