বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দেন জেনিফার। সেই সঙ্গে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নায়েলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
এদিকে জেনিফার ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দিতেই প্রতিক্রিয়া দিতে সময় নেননি বিল গেটস। মেয়ে জেনিফার ও হবু জামাইয়ের সম্পর্ক মেনে নিয়েছেন। বিষয়টি নিয়ে মেয়ে ও নায়েলকে অভিনন্দন জানিয়েছেন টুইটবার্তায়।
জানা গেছে, নায়েলের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। তবে বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়। নাসেরের সঙ্গে জেনিফার গেটসের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। এখন কেবল বিয়ের অপেক্ষা।
আলমগীর কবির