মাহির চড়ুইভাতি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। প্রায়ই ফেসবুকে দেখা মিলে তাঁর নানান পোস্ট। গতকাল তেমনই এক পোস্ট দেখা গেলো তার আইডিতে। সেখানে তিনি বোরকা পরিহিতা অবস্থায় একটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, আমরা আজকে একটু চড়ুইভাতি করতে যাই। এরপর ঠিক দুপুরে চড়ুইভাতি আয়োজনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
এদিকে মাহিয়া মাহি বেশ কিছু দিন আগে তাঁর ফেসবুক নিয়ে বেশ বিড়ম্বনায় ছিলেন। তবে সব ঝামেলা চুকিয়ে অবশেষে স্বীকৃতি পেলো মাহির ফেসবুক পেইজ।
গত সোমাবার দুপুরে মাহি তার ফেসবুক পেইজ ভেরিফাইড হওয়ার খবরটিও নিজেই নিশ্চিত করেছেন। এদিকে কিছুদিন আগে তার নাম ও ছবি সম্বলিত একটি ভুয়া ফেইসবুক পেইজ ‘ভেরিফাইড’ হওয়ায় আসল ফেইসবুক পাতা নিয়ে বেশ বিড়ম্বনায় পড়ে ছিলেন মাহি। ১২ হাজারের কিছু বেশি লাইক ফলোয়ারের ভুয়া পেইজটি ফেইসবুকে ‘নীল টিক’ পাওয়ার পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানানো শুরু করলে বিষয়টি তার চোখে পড়ে মাহির। প্রায় দুই লাখের মতো ফলোয়ার সংখ্যার তার আসল ফেইসবুক পাতা রেখে ভুয়া ফেইসবুক পেইজটি কিভাবে ‘ভেরিফাইড’ হলো তা নিয়ে প্রশ্ন তুলে ছিলেন তিনি।
মাহি জানান, আমার ভুয়া পেইজ ভেরিভাইড কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। আমার একটার পর একটা আইডি বন্ধ হয়েছে। এরপর ভুয়া পেইজ ভেরিভাইড হলো! এটা খুব বিরক্তিকর। মানুষ ভেরিভাইড দেখে নিশ্চিত হয় সেটি আসল আইডি কি না; কিন্তু সেই অথেনসিটিও তো আর থাকল না।
প্রসঙ্গত, মাহিয়া মাহি সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার শেষ করেছেন। ‘ব্লাড’,’স্বপ্নবাজি’ সহ আরও বেশ কিছু নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
রোমান রায়