ঢাকার সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নতুন বছরে তাঁর নতুন সিনেমা ‘সিক্রেট এজেন্ট’-এর শুটিং শুরু করেছেন। নির্মাতা সাফিউদ্দিন সাফির পরিচালনায় এফডিসির একটি ফ্লোরে এ ছবির শুটিং শুরু হয়েছে গতকাল রবিবার (২৬ জানুয়ারি) থেকে। এই সিনেমায় বাপ্পী চৌধুরীর সাথে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন নবাগতা উষ্ণ হক।
গেল বছর ৬ ডিসেম্বর ছিল চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর।জন্মদিন। ঐদিনই জন্মদিনের উপহার হিসেবে নির্মাতা সাফি বাপ্পীকে ‘সিক্রেট এজেন্ট’-এ চুক্তিবদ্ধ করান।ঘোষণার মাস খানেক পর গতকাল রবিবার থেকে ‘সিক্রেট এজেন্ট’-এর শুটিং শুরু হয়।
পরিচালক সাফি জানালেন, টানা কাজের মাধ্যমে ছবির শুটিং শেষ হবে।এটি নির্মাতা সাফিউদ্দিন সাফি’র ক্যারিয়ারে ২৫ তম নির্দেশিত সিনেমা হচ্ছে।
নির্মাতা আরো বললেন, ছবিতে বাপ্পীকে নতুন একটি লুকে হাজির করা হবে। সেই সঙ্গে গল্পে থাকবে থ্রিলার। ‘সিক্রেট এজেন্ট’ হবে আধুনিক একটি সিনেমা। পাশাপাশি উষ্ণ হক নামে একজন নবাগত নায়িকা’কে নিয়েছি। বাপ্পী’র সাথে দর্শকরা তাকেও একটি চমকপ্রদ চরিত্রে দেখতে পাবে।
এর আগে সাফিউদ্দিন সাফির ‘মিসড কল’ ছবিতে অভিনয় করেছিলেন বাপ্পী। নতুন সিনেমা প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, ‘সিক্রেট এজেন্ট’ ছবির শুটিংয়ের মাধ্যমে এ বছর আমি শুটিং শুরু করলাম। রবিবার শুটিং শুরু হলেও আজ সোমবার(২৭ জানুয়ারি) থেকে আমি শুটিং শুরু করেছি। সাফি ভাইয়ের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ছবিটির গল্পটিও দারুণ। তাছাড়া এ ছবিটি ছিল আমার জন্মদিনের উপহার। সে কারণে কাজটি আমার কাছে একটু বেশি স্পেশাল।
‘সিক্রেট এজেন্ট’ বাপ্পী চৌধুরী সম্প্রতি ‘যুদ্ধ’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ইফতেখার চৌধুরী পরিচালনা করবেন ছবিটি। রুমান রুনীর আরও একটি ছবি হাতে এ নায়কের। এছাড়া দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরুর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য,তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে মুক্তির অপেক্ষায় আছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও বেলাল সানির ‘ডেঞ্জার জোন’।
রোমান রায়