অনুষ্ঠিত হয়ে গেলো তিনদিন ব্যাপী ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক-২০২০’। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিলো এই তিনদিন ব্যাপী ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক-২০২০’।বাংলাদেশের ডিজাইনারদের চমৎকৃত উপস্থাপনা করা হয়।এবারের ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০-এর স্লোগান ছিলো ‘রানওয়ে অব লাইফ’। অর্থাৎ ফ্যাশন শুধু নির্দিষ্ট সময়ের জন্যই নয়, দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তই ফ্যাশনের অংশ। বাংলাদেশের সাতজন, ভারতের দুজন ও শ্রীলঙ্কার একজন ডিজাইনারের পোশাক পরে র্যাম্পে হাঁটেন মডেলরা। এবারের আয়োজনে র্যাম্পে হেঁটেছেন এই সময়ের পরিচিত মুখ মডেল আসিফ আহসান খান। দেশের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার এমদাদ হক ও মাহিন খানের পোশাকে র্যাম্পে হাঁটেন তিনি।
মডেল আসিফ আহসান খান বলেন, ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে দেশি-বিদেশী অনেক নামীদামি মডেলদের পাশাপাশি আমি নিজেও র্যাম্প হেঁটেছি এটা আমার জন্য বিশাল কিছু ছিলো। আর আমি আন্তরিক ভাবে ধন্যবাদ দিতে চাই যে দুজনের এতো সুন্দর ডিজাইন করা পোশাক পরে হাঁটতে পেরেছি। ফ্যাশন ডিজাইনার এমদাদ হক ভাই ও মাহিন খান ভাইকে।
উল্লেখ্য, মাহিন খান হচ্ছেন এফডিসিবি এর প্রেসিডেন্ট এবং এমদাদ হক হলেন এফডিসিবি এর ভাইস-প্রেসিডেন্ট।
রোমান রায়