সালাহউদ্দিন লাভলু। বহু গুণে গুণান্বিত একজন সফল টিভি ব্যক্তিত্ব। একাধারে একজন গুণী অভিনেতা, কুশলী চিত্রগ্রাহক, প্রযোজক আর নামী নাট্য নির্মাতা। পাশাপাশি তার আরেকটি বড় পরিচয় একজন বিজ্ঞাপনচিত্র নির্মাতা। সব মিলিয়ে সালাহউদ্দিন লাভলু একজন সফল সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দেশীয় টিভি মিডিয়ার এক জনপ্রিয় নাম। টিভি দর্শকদের এক অতি পরিচিত মুখ তারকা নাট্য নির্মাতা হিসেবে। মঞ্চে কাজ করার সুবাদে টিভি নাটকের অভিনেতা হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে একজন কুশলী চিত্রগ্রাহক, নাট্যনির্মাতা, প্রযোজক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন তিনি। নিজের কর্মকুশলতার কল্যাণে সালাহউদ্দিন লাভলু পেশাগত সব কাজেই পেয়েছেন দারুন খ্যাতি, জনপ্রিয়তা আর সম্মান। বলা যায়, এই কারণেই দেশীয় টিভি নাটকে তিনি এখন একটি ব্র্যান্ড। অসংখ্য দর্শকপ্রিয় নাটকের কল্যাণে সালাহউদ্দিন লাভলু দেশসেরা একজন নাট্য নির্মাতা।
‘প্রিয় দিন প্রিয় রাত’ নামের নতুন একটি মেগা সিরিয়ালের কাজ শুরু করেছেন সম্প্রতি। এটি রচনা করেছেন কাজী শাহীদুল ইসলাম। এটি চ্যানেল আইতে প্রচার শুরু হয়ে গেছে।
কৈশোর শেষে তারুণ্যের সামাজিক-পারিবারিক নিয়ম শৃংখলা, সম্পর্ক, বন্ধন, প্রেম ভালোবাসা তথা ওই বয়েসের মানবজীবন এই নাটকে তুলে ধরা হয়েছে। এই নাটকে সিনিয়রদের মধ্যে অভিনয় করছেন মিলি বাসার, মাসুম বাসার, নিলয় আলমগীর। এদের সঙ্গে অভিনয় করছেন চ্যানেল আইয়ের বিভিন্ন কম্পিটিশন থেকে আসা মিতিল, সুমী, জেবা, স্মৃতি, শাহেদ, সাব্বির, জীবন, সিনথিয়া প্রমুখ ইয়াং ছেলে মেয়ে।
চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে সালাউদ্দিন লাভলু বলেন, আমার কিন্তু সিনেমা বানানোর ইচ্ছে আছে। স্বপ্ন আছে। পরিকল্পনাও রয়েছে। কিন্তু একটি ছবি নির্মাণের জন্যে টানা ৬ মাস সময় বের করতে পারছি না। নাটক নির্মাণে অত্যধিক ব্যস্ততার কারণে। এছাড়া আরও কিছু কারণও রয়েছে। প্রথম ও প্রধান কারণ হলো এখন ছবির ব্যবসা নেই। সিনেমা হলের সংখ্যাও কমে গেছে। দর্শক টানার মতো তারকার অভাব রয়েছে। অনেক ভালো ছবিও তাই দর্শক টানতে না পেরে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। আমি সিনেমা বানালে শট বাজেটে বানাতে পারবো না। কিন্তু বিগ বাজেটে ছবি বানিয়ে ২০/২৫টি সিনেমা হলে চালিয়ে মূলধন ফিরে আসবে না। তাই ভাবছি কীভাবে বা কোন ধরনের সিনেমা বানালে কিংবা কোন কোন আর্টিস্ট নিলে ছবি ব্যবসা সফল হতে পারে। তাই সময় সুযোগ মতো সবকিছু গুছিয়ে তবেই আমি সিনেমা নির্মাণে উদ্যোগী হবো।
অর্ণব আদিত্য