মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগে ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’-এর পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের’কে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সময় ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’- এর প্রতিষ্ঠিতা ও সিইও জনাব নঈম মির্জা ও তাঁর সহধর্মিণী পিয়াল মির্জা উপস্থিত থেকে তারকাদের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক হাতে তুলে দেন। এসময়ে ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’- অতিথি হয়ে সম্মাননা গ্রহণ করেন,চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা সাদেক বাচ্চু,চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর,এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িক ইমন,তরুণ ক্রেজ নায়ক শিপন মিত্র,অভিনেত্রী ও আন্না’স মেকওভার এর স্বত্বাধিকারী আন্না,অভিনেত্রী বিন্দিয়া কবির এবং অভিনেতা সাগর সিদ্দিকী
২০১৫ সাল থেকে গঠিত ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’ বিদেশী ক্লাইন্টদের পাশাপাশি দেশি ক্লাইন্টদের নিরলসভাবে সেবা দিয়ে আসছেন। ২০২০ সালো পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজের সুধীজন,গুণীজনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের শুভেচ্ছা ও সম্মাননা সূচক স্মারক প্রদান করা হচ্ছে। এতে করে ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’ তাদের লক্ষ্য আরো জনসংযোগ বৃদ্ধি করে সবার কাছে আরো পরিচিত গড়ে তোলাকে বাস্তবায়ন করতে পারবে বলে বিশ্বাস করে l বিদেশী নাগরিক ও বিনিয়োগকারীগণ তাদের যেকোনো ব্যাপারে এখান থেকে কনসালটেন্সি নিয়ে থাকেন। অভিনয় শিল্পীদের ভ্যাট/ট্যাক্সের ব্যাপারে যাতে আরো শিথিল করা হয় এব্যাপারে ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’ তাদের সর্বোচ্চ সহায়তা করবে বলে এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব নঈম মির্জা জানান।
বর্ষীয়ান অভিনেতা সাদেক বাচ্চু বলেন, আমি চাই এই প্রতিষ্ঠান আরো উত্তরোত্তর সাফল্য লাভ করুক। শুধু পাঁচ না পঞ্চাশ,পাঁচশত বছর এভাবে এগিয়ে যাক। আমাকে সম্মানিত করার জন্য আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের সাথে সব সময় থাকবো।
জনপ্রিয় অভিনেত্রী শাহনূর বলেন, আমি খুবই আনন্দিত আমাকে সম্মাননা প্রদান করার জন্য।এবং ধন্যবাদ দিতে চাই মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’কে। এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি।
জনপ্রিয় চিত্রনায়ক ইমন বলেন, আমি সত্যিই খুব অবাক হয়েছি মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম থেকে এমন সম্মননা গ্রহণ করে। এই আরো বড় পরিসরে এগিয়ে যাক এই দোয়া করি। এবং এই প্রতিষ্ঠানকে অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ।
তরুণ ক্রেজ নায়ক শিপন মিত্র বলেন, এই সম্মাননা গ্রহণ করে আমার ভীষণ ভালো লাগছে।তারা আমাকে সম্মানিত করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং এই সাথে এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি।
আন্না’স মেকওভার এর স্বত্বাধিকারী ও অভিনেত্রী আন্না বলেন, আমি সব সময় সুখে দুখে মির্জা এসোসিয়েটস এর পাশে আছি আর থাকবো। এই প্রতিষ্ঠান আরো সাফল্য নিয়ে এগিয়ে যাক এটাই চাওয়া থাকবে সব সময়। এই প্রতিষ্ঠানের নঈম মির্জা ভাই ও পিয়াল মির্জা আপা’কে অশেষ ধন্যবাদ আমাকে এই সম্মাননা দেয়ার জন্য।
অভিনেত্রী বিন্দিয়া বলেন, ধন্যবাদ মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’কে।এবং আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি।
অভিনেতা সাগর সিদ্দিকী বলেন, আজ ভালো লাগলো খুব সুন্দর করে সবকিছু হলো।এবং এই প্রতিষ্ঠান থেকে এমন সম্মাননা পেয়ে আরো ভালো লাগছে। ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’ ক্লাইন্টদের কাছে পছন্দের প্রথম সারিতে থাকুক এই প্রত্যাশা রইলো।
প্রতিষ্ঠাতা জনাব নঈম মির্জা ও তাঁর সহধর্মিণী পিয়াল মির্জা আগত সকল অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রত্যেকই তাদের ব্যস্ত সময়ের মাঝেও এসে আমাদের সময় দিয়েছেন এজন্যে সবাইকে জানাই অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। এই সময়ে মির্জা এসোসিয়েটস অফিসে তারকাদের কাছে পেয়ে অফিস কর্মকর্তা ও কর্মচারীগণ আনন্দে ভীষণ আবেগাপ্লুত হয়ে যান ঠিক তখন মির্জা এসোসিয়েটস এর অফিস যেন তারকা মেলায় পরিনত হয়।
রোমান রায়