ঢাকার চলচ্চিত্রের সেলিব্রেটি তারকা মৌসুমী। দর্শক-ভক্ত-পরিচিতিরা তাকে ভালোবেসে ডাকেন ‘প্রিয়দর্শিনী’ বলে। ১৯৯২ সালে ফিল্ম ক্যারিয়ার শুরু করা মৌসুমীর চলচ্চিত্রাভিনয়ের বয়স ২৬ বছর চলছে। আর চলতি বছরের ২৫ মার্চ তার অভিনীত প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর রজত জয়ন্তী অর্থাৎ ২৫ বছর পূর্ণ হয়েছে। আর ২ আগস্ট তার সাংসারিক জীবন নায়ক-স্বামী ওমর সানীকে বিয়ের দুই যুগে পদার্পন।
মৌসুমী বলেন, আসলে বলে-কয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু সানীর সঙ্গে প্রেম হয়নি আমার। ছবিতে একসঙ্গে কাজ করতে করতেই দু’জনের প্রেমের সূচনা। আমরা প্রেম করার খুব একটা সময় পাইনি। প্রেম করার সুযোগ ছিল না। এর আগেই তো বিয়ে করে ফেলি। তবে প্রেমিক-প্রেমিকা হিসেবে যতটা প্রেম করেছি, এর পুরোটাই শ্যুটিংয়ের সময় ক্যামেরার সামনে করতে হয়েছে। সানী আর আমি দু’জনকেই তখন সিনেমার শ্যুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করতে হয়েছে। মৌসুমী বলেন, তবে আমার আর সানীর মূলমন্ত্র হলো পারস্পরিক বিশ্বাস। আমি সানীকে বিশ্বাস করি, সানীও করে। আমি মনে করি দাম্পত্য জীবনে প্রতিটি মানুষেরই জীবনসঙ্গীর ওপর অগাধ বিশ্বাস রাখা উচিৎ।
ঢাকার চলচ্চিত্রের সেলিব্রেটি তারকা দাম্পতি মৌসুমী-ওমর সানীর ব্যক্তিগত ও পেশাগত জীবনের আগামী দিনগুলো আরও সুন্দর ও সাফল্যময় হোক বিনোদন বিচিত্রার পক্ষ থেকে এটাই প্রত্যাশা।
অর্ণব আদিত্য