৮০’র দশকে অন্যতম সেরা রোম্যান্টিক সিনেমা ‘ঘুড্ডি’। রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফাকে নিয়ে সৈয়দ সালাহউদ্দিন জাকি এ সিনেমাটি নির্মাণ করেছিলেন ‘ঘুড্ডি’ সিনেমা।আজও দর্শকের মনে জায়গা নিয়ে আছেন এই ‘ঘুড্ডি’ সিনেমাটি। মুক্তির পর কেটে গেছে চারদশক।এবার সেই ‘ঘুড্ডি’ সিনেমার সিকুয়েল নির্মাণ হচ্ছে।দীর্ঘ ৪০ বছর পর এই সিকুয়েল তৈরি হচ্ছে।
সোমবার(১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ক্লাবে নির্মাতা সালাহউদ্দিন জাকিই নতুন মোড়কে এটি বানানোর কথা জানিয়েছেন। প্রাথমিকভাবে নাম দেওয়া হয়েছে ‘ক্রান্তিকাল’। সিনেমাটি প্রযোজনা করছেন জসীম আহমেদ।
সালাহউদ্দিন জাকি বলেন, জসীম ও আমি ‘বোবা মাটি’ নামে আরেকটা সিনেমার পরিকল্পনা নিয়ে কাজ করছিলাম। ওইটার স্ক্রিপ্টও আমরা রেডি করি। এর মধ্যে ‘ক্রান্তিকাল’র কথা আসে। তাই আগে এটাই শুরু করছি। আমরা আগামী গরমকালে (সামার) শুটিং শুরু করবো। তিনি বলেন, ‘ক্রান্তিকাল’ সিনেমার জন্য নতুন কিছু শিল্পী খুঁজছি। যারা একটানা ক্যাম্পে থেকে কাজ করতে পারবে।
প্রযোজক জসীম আহমেদ বললেন, ফিল্ম মেকার তার সময়ের কথা বলবে। সময়ের উপর তার ক্ষোভ থাকলে সেটা সিনেমাতে প্রকাশ করবে। ‘ঘুড্ডি’র আসাদ তখন তার আইডেন্ডিটি যেভাবে খুঁজছিল, এখনো প্রজন্মের পর প্রজন্ম তাদের আইডেন্টিটি খুঁজে বেড়াচ্ছে। এটা একটা ‘ক্রান্তিকাল’। তাই ছবির ওয়ার্কিং টাইটেল আমরা ‘ক্রান্তিকাল’ দিয়েছি।
‘ঘুড্ডি’ মুক্তি পায় ১৯৮০ সালের ১৯ ডিসেম্বর। এতে সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, নায়লা আজাদ নূপুর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। এ সিনেমাটিকে বাংলাদেশের অন্যতম ক্লাসিক নির্মাণ বলেই বিবেচেনা করেন চলচ্চিত্র বিশ্লেষকরা। আর নির্মাণশৈলী আর গল্প তো বটেই, এর গানও স্থান পেয়েছে ইতিহাসের অংশে। কারণ, লাকী আখন্দ ও হ্যাপী আখন্দের ‘আবার এলো যে সন্ধ্যা’ সেই সিনেমার গান।সেসময় ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়।
রোমান রায়