পৃথিবীর অন্যতম মর্যাদাকর পুরস্কার হচ্ছে।গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। গতকাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে বসেছিল গোল্ডেন গ্লোবের ৭৭তম আসর। জমজমাট এই আসরে বসেছিল তারকাদের মেলা।
এবারের আসরে জয়জয়কার ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ এর। তিনটি পুরস্কার জিতেছেছে ছবিটি। ‘১৯১৭’ জিতেছে সেরা ড্রামা এবং পরিচালকের পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন জোয়াকুইন ফোনিক্স। সেরা অভিনেত্রী হয়েছেন রেনে জেলওয়েগার। টেলিভিশন ক্যাটাগরিতে ‘ফ্লিব্যাগ’ এবং ‘সাকসেশন’ দুটি করে পুরস্কার জিতে নিয়েছে। এবার এক নজরে দেখে নিন এবছর কারা জিতেছেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।
সেরা চলচ্চিত্র (ড্রামা): ১৯১৭
সেরা অভিনেতা (ড্রামা): জোয়াকুইন ফোনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী (ড্রামা): রেনে জেলওয়েগার ( জুডি)।
সেরা পরিচালক: স্যাম মেনডেস (১৯১৭)
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): ট্যারন এগারটন (রকেটম্যান)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ওকওয়াফিনা (দ্য ফেয়ারওয়েল)
সেরা পার্শ্ব অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)।
সেরা পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা চিত্রনাট্য: কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: প্যারাসাইট
সেরা মৌলিক গান: আই অ্যাম গনা লাভ মি এগেইন (রকেটম্যান)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: মিসিং লিংক
বিনোদন জগতে বিশেষ অবদান: টম হ্যাঙ্কস
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : সাকসেশন
টেলিভিশন সিরিজ সেরা অভিনেতা (ড্রামা): ব্রায়ান কক্স (সাকসেশন)
টেলিভিশন সিরিজ সেরা অভিনেত্রী (ড্রামা): অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)
সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): ফ্লিব্যাগ
টেলিভিশন সিরিজ সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)স: র্যামি ইউসুফ (র্যামি)।
টেলিভিশন সিরিজ সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ফিবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)
সেরা টেলিভিশন লিমিটেড সিরিজ: চেরনোবিল
টেলিভিশন লিমিটেড সিরিজ সেরা অভিনেতা: রাসেল ক্রু (দ্য লাউডেস্ট ভয়েস)
টেলিভিশন লিমিটেড সিরিজ সেরা অভিনেত্রী: মিশেলে উইলিয়ামস (ফোস/ভেডন)।
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): স্টেলান স্কার্সগার্ড (চেরনোবিল)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিডেট সিরিজ): প্যাট্রিশিয়া অ্যাকুয়েট (দ্য অ্যাক্ট)
আজীবন সম্মাননা (টেলিভিশন): অ্যালেন ডিজেনারেস
রোমান রায়