‘ইয়েস ম্যাডাম’-এ যোগ দিলেন রেসি

দীর্ঘ চার বছরের বিরতি দিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। সম্প্রতি ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। গত ১৮ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। প্রিয়াংকা শুটিং হাউজ ও ৩০০ ফিটের আসিয়ান সিটিতে শুটিং করেছেন কেয়া। এবার অমিত হাসান ও কেয়ার সঙ্গে এই সিনেমার শুটিংয়ে যোগ দিলেন চলচ্চিত্রের আরেক জনপ্রিয় লাস্যময়ী নায়িকা মৃদুলা আহমেদ রেসি।
ইয়েস ম্যাডাম সিনেমাটি নির্মাণ করছেন রকিবুল ইসলাম রাকিব। নির্মাতা জানালেন, গত দুই দিন ধরে সাভারে ডিপজলের বাড়িতে সিনেমাটির শুটিং চলেছে। এখানে একটানা শুটিং চলবে নতুন বছরের জানুয়ারীর ১০ তারিখ পর্যন্ত।
পরিচালক রকিবুল ইসলাম রাকিব জানালেন, এই ছবিতে কেয়া একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে রেসিকে দর্শক দেখতে পাবেন এক যাত্রা দলের নায়িকার চরিত্রে। ছবিটিতে আরও অভিনয় করছেন অমিত হাসান, শিপন মিত্র, আমিন খান, আমান রেজা,তানহা মৌমাছি, রেবেকা প্রমুখ। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লা জহির বাবু। নির্মাতা জানান,ডিপজলের বাড়িতে টানা শুটিং চলবে জানুয়ারি ১০ তারিখ পর্যন্ত। ‘ইয়েস ম্যাডাম’ ছবিটি নির্মিত হচ্ছে করছে টুংগীপাড়া চলচ্চিত্রের ব্যানারে। আর ছবিটি প্রযোজনা করছেন মো.মিটু সিকদার।
মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন এই জুটি।এবং পাশাপাশি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন রেসি। সর্বশেষ রেসি অভিনীত ‘নিয়তি’ ও ‘শূন্য’ নামের দুটি ছবি মুক্তি পেয়েছে। অনেক দিন পরে অভিনয়ে ফিরলেন তিনি।
রোমান রায়