রোশান পূজার ‘সাইকো’

তরুণ চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। সম্প্রতি এই নির্মাতা নতুন আরেকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। এতে অভিনয় করবেন হালের জনপ্রিয় দুই মুখ জিয়াউল রোশান ও পূজা চেরি। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেধে অভিনয় করবেন রোশান ও পূজা।
এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, পূজা ও রোশান চূড়ান্ত। এখন কথা হচ্ছে তাসকিনের সঙ্গে। সব ঠিক হলেই জানানো হবে। তবে ছবির গল্পের বিষয়ে কিছু জানাতে চাননি পরিচালক। বলেন, আমি গল্প নির্ভর ছবি নির্মাণের দিকে মনোযোগি এখন। এটিও তার ব্যতিক্রম হবেনা। সাইকোর গল্পেও চমক থাকছে।
সেলিব্রেটি প্রোডাকশন ও আরবিএস এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক হিসেবে থাকছেন মেজবা উদ্দিন। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২০ সালেই যেকোনো একটি তারিখে ছবিটি মুক্তির পাবে
রোমান রায়