নিজের জন্মদিনে ১৭ টি কেক কাটলেন শাবনূর

ঢাকার সিনেমার সফল নায়িকাদের মাঝে অন্যতম সফল নায়িকা হলেন শাবনূর। গতকাল ১৭ ডিসেম্বর ছিলো এই জনপ্রিয় নন্দিত নায়িকার জন্মদিন। ১৭ ডিসেম্বর রাত ১২ টার পর থেকেই তাঁর অসংখ্য ভক্তদের শুভেচ্ছা বার্তা আসতে থাকে,পাশাপাশি তাঁর চলচ্চিত্রের সহকর্মীসহ অনেক শুভাকাঙ্ক্ষীরাও শুভেচ্ছা জানান। জন্মদিনের দিন এই জনপ্রিয় নায়িকা ১৭ টি কেক কেটেছেন।তবে একসাথে নয়। জন্মদিনের রাত থেকেই এরপরে দিন পর্যন্ত তাঁর শুভাকাঙ্ক্ষীরা,সহকর্মীরা,ভক্তরা তাকে স্বশরীরে এসে ফুল, উপহার সামগ্রীসহ নিয়ে কেক কেটেছেন। এভাবে গতকাল রাত পর্যন্ত চলে। গতকাল(১৭ ডিসেম্বর) জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন না রাখলেও সারাদিন সবার সাথে এভাবেই করেই তিনি জন্মদিনটি কাটান।
নিজের জন্মদিনে এই জনপ্রিয় নায়িকা বলেন, ‘সবাই আমাকে এতো ভালোবাসে,এটা আমার জন্য বিশাল কিছু। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক উপহার দিয়েছেন তারজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কাছের মানুষদের সাথে কেক কাটতে আমার ভীষণ ভালো লেগেছে।’
অভিনয় থেকে দূরে সরে থাকলেও এখনো তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। হঠাৎ কোথাও কোনো অনুষ্ঠানে হাজির হলে তাকে দেখতে ঢল নামে মানুষের। নতুন ছবিতে তাকে দেখার জন্য অপেক্ষায় তার ভক্তরা। নতুন সিনেমায় অভিনয় করার জন্য নিজে সেভাবে প্রস্তুত করছেন এই জনপ্রিয় নায়িকা।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেত্রী।তাঁর পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। ১৯৯৩ সালে পরিচালক এহতেশাম’র হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পথচলা শুরু করেন।এই পর্যন্ত তিনি ১৫৮ টি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় জীবনে দর্শকপ্রিয়তা যেমন পেয়েছেন,তেমনি সম্মাননা স্বরূপ জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার লাভ করেছেন তিনি।১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার,৩ বার বাচসাস পুরস্কার লাভ করেছেন।
রোমান রায়