এবারের মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় বিশ্বের ১১১ টি দেশের সুন্দরী’কে পিছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড -২০১৯’ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন জ্যামাইকান সুন্দরী টনি-অ্যান সিং। শনিবার লন্ডনের এক্সেল অ্যারেনাতে এ খেতাব ঘোষণা করা হয়। টনি-অ্যান সিংয়ের মাথায় মুকুটটি পরিয়ে দেন গতবারের বিজয়ী মেক্সিকোর ভ্যানেসা পনসে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে উইমেন স্টাডিজে পড়ছেন ২৩ বছর বয়সী টনি। কাজ করতে চান নারী ও শিশুদের জন্য।
মিস ওয়ার্ল্ডের এবারের আসরে বাংলাদেশসহ ১১১ দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের রাফাহ নানজিবা তোরসা অংশ নিলেও সেরা ৪০-এ স্থান করে নিতে পারেননি তিনি।
নভেম্বরের ২০ তারিখে লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। নানা রকমের ধাপ পেড়িয়ে ১০ জনকে ফাইনালের জন্য মনোনীত করা হয়।
প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়েছেন ফ্রান্সের অফেহলি মেজিনো। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের সুমন রায়।
রোমান রায়