মাননু ও শবনম শান্তুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি

সাইফুল ইসলাম মাননু। বদলে যেতে নয়, বদলে দিতেই যার আর্বিভাব হয়েছিল মিডিয়ায়। তার নির্মাণে দর্শকরা প্রতিনিয়ত খুঁজে পেয়েছেন নতুনত্বের স্বাদ। সময়ের সঙ্গে সঙ্গে গল্পের ধরন আর নির্মাণকৌশল বদলে তিনি নিজের স্বতন্ত্রতা জানান দিয়েছেন বারবার। সম্প্রতি তার পরিচালিত চলচ্চিত্র ‘পুত্র’ ২০১৮ সালের সেরা চলচ্চিত্রের পাশাপাশি সর্বোচ্চ শাখা অর্থাত মোট ১১টি শাখায় জিতে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরস্কৃত হয়েছেন নিজেও। শুধু তিনি নন, তার সহধর্মিণী সাদিয়া শবনম শান্তু শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা বিভাগে এ সিনেমার জন্য জিতেছেন পুরস্কার। একই ঘরে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার শোভা পাচ্ছে তার। কেমন লাগছে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্রের প্রতি আরো বেশি দায়িত্বশীল করে তোলে। শুধুমাত্র নিজের জীবিকার জন্য নয়, বরং রাষ্ট্রের কল্যাণে শিল্পের প্রয়োগ এর জন্য দায়বদ্ধ হয়ে গেলাম। আর আমার স্ত্রী সাদিয়া শবনম শান্তুর অ্যাওয়ার্ড প্রাপ্তি, সব মিলিয়ে অনেক খুশি আমি।’ শান্তু বলেন, ‘সত্যিই এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি। আমার কাজের স্বীকৃতি হিসেবে এতদিন দর্শকের প্রশংসা পেলেও এবার রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে আরো বেশি ভালো লাগছে।’ সাইফুল ইসলামের পরিচালনায় অসংখ্য নাটকে সেট, আর্ট ও পোশাক পরিকল্পনা বিভাগে নান্দনিকতার সঙ্গে কাজ করেছেন শান্তু। নতুন কাজের পরিকল্পনা নিয়ে সাইফুল আরো বলেন, ‘তিন বন্ধু মিলে কিছু গল্প রেডি করছি। এর নাম বাসর রাত। আসছে ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসে শুটিং করার ইচ্ছে রয়েছে। শান্তু আমার এ কাজের সেট ও পোশাক পরিকল্পনা করবে।’
রোমান রায়