বঙ্গবন্ধুকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বড়দা মিঠু ও রানী আহাদ

বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জনক ও সন্তান’। এটিতে গুরুত্বপূর্ণ চারটি চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মো. ইকবাল ও রানী আহাদ। এছাড়াও রয়েছেন বিনয় ভদ্র, রেশমী প্রমুখ। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নূর মোহাম্মদ মণি। শোয়েব চৌধুরীর গল্পে এটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এটিতে অভিনয় প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, ‘গল্পটি সুন্দর। সবাই অনেক যতœ করে কাজটি করেছেন।’ জানা যায়, এটি জাতির জনকের শততম জন্মদিন উপলক্ষে এনটিভিতে প্রচার হবে।
রোমান রায়