দোহারে ‘বেগম রোকেয়া দিবস’ পালিত

ঢাকার দোহারে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। আলোচনা সভা শেষে সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য লাইলী বেগম, রানু আক্তার, নিলুফা ইয়াসমিন ও জয়নব বেগমকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন সোহাগ প্রমূখ।
সূত্র : প্রিয় বাংলা ডটকম