চারুকলা অনুষদের ড্রইং ও পেন্টিং বিভাগের অধ্যাপক ড.ফরিদা জামান বাংলাদেশের আধুনিক চিত্রকলাএ জগতে একজন কিংবদন্তি শিল্পী। তিনি চারুকলা অনুষদ ভারতের বড়দা সর্বশেষ শান্তিনিকেতন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।দেশ বরেন্য এ শিল্পী ৮ম একক চিত্র প্রদর্শনী জাতীয় জাদুঘর নলীকান্ত ভট্টাচার্য গ্যালারী তে অনুষ্ঠিত হয়েছে গত ৬ ডিসেম্বর। লেখক মার্টিন ব্রাডলি রচিত ফরিদা জামানের উপর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।প্রদর্শনী র শিরোনাল ছিল “দি লাভ অব দ্যা কান্ট্রি ” একই শিরোনামে ছিল বইটি।কিংবদন্তি শিল্পী মুস্তফা মনোয়ার এর সভাপতিত্ব এ প্রদর্শনী উদবোধন করেছেন মিসেস জুলিয়া নিবালেট মাননীয় রাষ্ট্র দূত অষ্ট্রেলিয়ান হাইকমিশন ঢাকা।বিশেষ অতিথি ছিলেন প্রফেসর শামসুজ্জামান খান,সেলিনা হোসেন,অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং লেখন মার্টিন ব্রাডলি।বইটি প্রকাশিত হয়েছে পাঞ্জেরি প্রকাশনা থেকে।এ প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক সময়ে আঁকা ৩০ টির বেশি চিত্রকর্ম স্থান পায়।
রোমান রায়