‘প্রেম চোর’ দেখতে দর্শক সমাগম ঘটছে হলগুলোতে

চলতি বছরে ঢাকার সিনেমা মুক্তির সংখ্যা খুবই কম ছিলো,তার উপর ব্যবসা সফল ছবির সংখ্যাও উল্লেখ করার মতো তেমন একটা নেই।ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রি বিগত কয়েক বছর ধরেই খুব শোচনীয় অবস্থায় আছে। এই ইন্ডাস্ট্রি’তে সিনেমা নির্মাণ সংখ্যা অনেকাংশেই কমে গিয়েছে,তাই প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমার মুক্তির হিড়িক নেই বললেই চলে। দর্শকদের মতো হল মালিকরাও মুখিয়ে থাকেন নতুন সিনেমার জন্য। ভালো গল্প আর ভালো নির্মাণের অভাবে মুক্তি প্রাপ্ত বেশিরভাগ ছবিই সাফল্য লাভ করতে ব্যর্থ হচ্ছে।এমতাবস্থায় গতকাল (৬ ডিসেম্বর) সারাদেশে ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাপলা মিডিয়া’র ব্যানারে সেলিম খান প্রযোজিত উত্তম আকাশ পরিচালিত ছবি ‘প্রেম চোর’। আর এই সিনেমা দিয়েই ঢালিউডে অভিষেক হলো নবাগত নায়ক শান্ত খানের। শান্ত খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার অভিনেত্রী নেহা আমান দীপ।
যেখানে অনেক জনপ্রিয় পরিচিত মুখ থাকা সত্ত্বেও সিনেমায় দর্শক টানতে ব্যর্থ হন।সেখানে একেবারে নতুন মুখ শান্ত খানের ‘প্রেম চোর’ দেখতে সিনেমাগুলো’তে ভালোই দর্শক সমাগম হচ্ছে।
রাজধানীর মধুমিতা হলসহ জোনাকি,চিত্রামহল,পূনম,এশিয়া,আনন্দ সিনেমা হল গুলো’তে দর্শকদের ভালোই উপস্থিতি লক্ষ করা গিয়েছে। এদিকে বিভিন্ন সিনেমা হল কর্তৃপক্ষ’র সাথে কথা বললে তারা জানিয়েছেন প্রতিটা শো হাউজফুল না গেলেও দর্শকদের আশাব্যঞ্জক উপস্থিতি আছে। এই মন্দার বাজারে এটাও অনেক কিছু। এভাবে দর্শকরা আসলে আমরা অন্তত লোকসানের হাত থেকে বাঁচতে পারবো। এই সিনেমায় নতুন মুখ থাকলেও গল্প,গান আর ভালো নির্মাণের জন্য দর্শকরা ভীড় করছেন।
‘প্রেম চোর’ ছবির নবাগত নায়ক শান্ত খান নিজেও সিনেমা হলে গিয়ে দর্শকদের সাথে ছবিটা উপভোগ করেছেন।
দর্শকদের এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে নবাগত নায়ক শান্ত খান বলেন, ‘আলহামদুলিল্লাহ অসাধারণ রেসপন্স।কিছু বলার ভাষা নেই। ধন্যবাদ অসংখ্য দর্শকদের যারা আমার অভিনীত প্রথম ছবি দেখতে এসেছেন।আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। ধন্যবাদ উত্তম আকাশ স্যার এবং ‘প্রেম চোর’-এর এই সাফল্য ছবির সকল কলাকুশলীসহ সবার প্রতি।’
রোমান রায়