‘গেম ওভার’ নাটকে দর্শকরা সিনেমার স্বাদ পাচ্ছেন

ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবীন অভিনীত থ্রিলার ঘরানার নাটক ‘গেম ওভার’ গতকাল বিকেলে ইউটিউবে অবমুক্ত হয়েছে।এবং ইউটিউবে মুক্তির পরই তুমুল প্রশংসা কুড়াচ্ছে দর্শকের। বিশেষ করে, এই নাটকটি দেখে দর্শক বলছেন ‘এ যেনো পুরো একটা সিনেমা!’
জুয়া, ধর্ষণ, প্রতিশোধ ও প্রতারণার গল্প নিয়েই ‘গেম ওভার’ নির্মাণ করেছেন মেধাবী নির্মাতা সঞ্জয় সমাদ্দর। সেই সঙ্গে গল্পে রয়েছে পরিবার, প্রেম, দায়িত্ববোধ! এ কাজটির মধ্যে দেখা গেছে গল্পের মধ্যে গল্প, থ্রিলার, জুয়াড়ির সঙ্গে জুয়াড়ি!
বর্তমানে রাজধানীতে জুয়ার ব্যবসা আলোচ্য ইস্যু। জুয়ার লোভে পড়ে প্রতি রাতে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ, আর সম্পদের পাহাড় গড়ছে মাফিয়ারা। এই গল্পে একই সাথে ধর্ষণের মতো সংবেদনশীল ইস্যুও উঠে এসেছে। গল্পের মজবুত গাঁথুনি, নির্মাণ শৈলির কারণে নাটকটি প্রকাশের সঙ্গে সঙ্গে ইউটিউবে দর্শক হুমড়ি খেয়ে দেখছে ‘গেম ওভার’।
নাটকটি লিখেছেন স্বরূপ চন্দ্র দে, প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন। যেটি লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। অপূর্ব-মেহজাবীন ছাড়াও আরো অভিনয় করেছেন- শতাব্দী ওয়াদুদ, খালেকুজ্জামান, শম্পা রেজা, লরেন মেন্ডিস, শিল্পী সরকার অপু।
গেম ওভার-এ দেখা গেছে শহরের মধ্যবিত্ত পরিবারের এক বাবা জুয়ার চক্রে জড়িয়ে পড়েন! এ নিয়ে তৈরি হয়েছে ‘গেম ওভার’-এর মূল কাহিনী। এখানে সাংবাদিক লুবনা চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। অন্যদিকে আবিদ চরিত্রে রয়েছেন অপূর্ব।
নাটকে দেখা যায় এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন দুজন জুয়াড়ি। তাদের এই ভয়ংকর খেলার নির্মম শিকার মধ্যবিত্ত পরিবারের ছেলে আবিদ ও পরিবারের সদস্যরা। অভিনেতা অপূর্বর বুদ্ধিদীপ্ত অভিনয়, সাংবাদিক মেহজাবীন এবং শতাব্দী ওয়াদুদের খল অভিনয়ের ক্যারিশমা মুগ্ধ করছে দর্শকদের।
আর সেটাই দেখা গেল ইউটিউবে অসংখ্য দর্শকের মন্তব্যে। অনেকেই লিখেছেন, এমন গল্প ও নির্মাণ এখন সিনেমাতেও পাওয়া যায় না। আরেকজন দর্শক লিখেছেন, নাটকে পুরো সিনেমার ফিল! অন্য আরেকজন দর্শক লিখেছেন, ‘অসাধারণ নাটক, মুভি করা যেতো, গ্রেট জব ডিরেক্টর!’-এরকম আরো বহু প্রশংসা।
নাটকটি নিয়ে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, আমি দর্শকদের কথা মাথায় রেখে টেলিফিল্মের বাজেটের মধ্যে আমি ফিল্মি স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। গল্পটায় দর্শকদের কিছুটা হলেও ভিন্নতা দিতে চেয়েছি।এবং আমার মনে হয় দর্শক তাই পেয়েছেন। সমসাময়িক অনেক বিষয় গল্পে আছে। রোমান্টিক, কমেডির পাশাপাশি আমাদের থ্রিলার গল্পের দর্শকও প্রচুর। দর্শকের এই ভালো লাগা অব্যাহত থাকলে আরো বড় পরিসরে ‘গেম ওভার, দ্য লাস্ট চাপ্টার’ আসবে।
রোমান রায়