হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বার্ষিকী তথা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’র পোস্টার প্রদর্শনীতে অংশ নিলেন নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধা এবং কন্ঠযোদ্ধারা। গানটি রিলিজ করা হবে ১৭ মার্চ অর্থাৎ মুজিব বর্ষের প্রথম দিনেই। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী কন্ঠযোদ্ধা শহীদ হাসানের অনুরোধে গানটি লিখেছেন ওয়াশিংটন ডিসিতে বসবাসরত লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ। প্রথমে সুর করেছিলেন শহীদ হাসান। পরবর্তীতে তা আরো হৃদয়গ্রাহি করতে এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী ও সুরকার বিবেক মজুমদার। আর কন্ঠ দিয়েছেন অঙ্কুর মাহমুদ, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, পপি আকতার, শুভেন্দু দাস শুভ, সুমি খান টুম্পা এবং বিবেক মজুমদার সহ ৭জন এই প্রজন্মের শিল্পী। গানের প্রথম কলি ’ব তে বাংলা, ব তে বাংলাদেশ, ব তে বঙ্গবন্ধু শেখ মুবিজবুর রহমান …’।
২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে পালকি পার্টি সেন্টারে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র ব্যানারে ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’ শীর্ষক এই পোস্টার প্রদর্শনীতে অংশ নেয়া মুক্তিযোদ্ধার মধ্যে ছিলেন মেজর (অব:) মঞ্জুর আহমেদ বীর প্রতিক, কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা রেজাউল বারি, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মুক্তিযোদ্ধা ফারুক হোসেন এবং মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসার।
আকবর হায়দার কিরণ