বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরর এর মা খোশনূর কবি ও গীতিকার। গতকাল ছিল তার জন্মদিন। এমন দিনে মাকে একটি গান উপহার দিলেন আঁখি । মায়েরই লেখা “এমন কিছু কথা আছে” গানটি অবশ্য কভার করেছেন গায়িকা । মূলশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। সুরকার আইয়ুব বাচ্চু । নতুন করে সংগীতায়োজন করেছেন জেকে মজলিস । ভিডিও বানিয়েছেন হাবিব। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেন তিনি। এ গান দিয়েই যাত্রা শুরু হলো তার ইউটিউব চ্যানেলের। আঁখি আলমগীর বলেন;” জন্মদিনে মায়ের জন্য বিশেষ উপহার নিয়ে ভাবতে গিয়েই আইডিয়াটা মাথায় আসে। মায়ের লেখা এই গানটি আমার ভীষণ প্রিয়। তাঁরও খুব পছন্দের। তাই এ গানটিকে বেছে নেওয়া। উপহার পেয়ে মা খুব খুশি হয়েছেন। এটা আমার জন্য অনেক আনন্দের। ” নিজের ইউটিউব চ্যানেল প্রসঙ্গে তিনি আরও জানান; ” প্রায় সব শিল্পীরই নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আমিও এই অঙ্গনে প্রবেশ করলাম। এখন থেকে নিয়মিতভাবে গান প্রকাশ করবো নিজের চ্যানেলে। আগামী ৮ ডিসেম্বর ” ২০১৮ সালের সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন তিনি।
রোমান রায়