চলতি সময়ের দেশের সংগীত ভুবনে অন্যতম সংগীতশিল্পী বেলী আফরোজ। রোববার ১ ডিসেম্বর ছিল তার জন্মদিন। এদিন সন্ধ্যায় রাজধানীর মগবাজার জলপাই রেস্টুরেন্টে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। সেখানে জন্মদিনের কেল কাটেন উপস্থিত অতিথিদের সঙ্গে। যেখানে বেলী আফরোজ-এর জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন শোবিজের নানা অঙ্গনের তারকারা।কেউ এসেছেন ফুল হাতে, কেউ বা উপহার-ভালোবাসা নিয়ে।বেলী তার জন্মদিনে আসা কয়েকজন অতিথিদের মঞ্চে ডেকে নেন। শুরুটা হয় তার সংগীতশিল্পী আসিফ আকবর কে দিয়ে।বেলী আফরোজ এর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন- মা আজমি বেগমসহ তার পরিবারের আরও অনেকে।আরও ছিলেন আসিফ আকবর তপন চৌধুরী,ডলি,আখিঁ আলামগীর,জুয়েল মোরশেদ, ঝিলিক,প্রতীক হাসান,মুন,কিশোর দাস,আয়শা মৌসুমী,রেশমী মির্জা,তরুন মুন্সী,শওকত আলী ইমন,আনজাম মাসুদ,ফারহানা নিশো,শান্তা জাহান,গীতিকার এ মিজান,রবিউল ইসলাম জীবন,নায়ক আশিক চৌধুরী,তরুণ নির্মাতা মাহিন আওলাদসহ আরও অনেকে।উল্লেখ্য,২০১২ সালে পাওয়ার ভয়েস প্রতিযোগিতার মাধ্যমে শিল্পীস্বীকৃতি পান বেলী আফরোজ। এ আয়োজনে চতুর্থ হয়েছিলেন তিনি। এরপর ২০১৫ সালে ‘বেলী’ নামে নিজের একক অ্যালবাম প্রকাশ করেন তিনি।তারপর থেকে প্রতিনিয়ত ছুটে চলেছেন গানের ভুবনে বেলী আফরোজ।
রোমান রায়