লন্ডনে ফ্রেন্ডস অব বাংলাদেশ চ্যারিটি শো

চিকিৎসক ও পেশাজীবীদের সংগঠন ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র চ্যারিটি শো অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। গত ৩০ নভেম্বর সেন্ট্রাল লন্ডেনের এই চ্যারিটি শোতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। বিশেষ অতিথি ছিলেন, অভিনেত্রী নিপুন আক্তার, স্থানীয় ইলফোর্ড, ওয়ান্সটেড এলাকার এমপি প্রার্থীগন, কাউন্সিলর সহ অন্যান্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
আয়োজন সম্পর্কে লন্ডন থেকে নিপুন আক্তার জানিয়েছেন, বাংলাদেশে স্তন ক্যান্সার আক্রান্ত ও পথশিশুদের সাহায্যের জন্য ফান্ড যোগার করতে প্রতিবছর এই চ্যারিটি অনুষ্ঠিত হয়। তারাই ধারাবাহিকতায় গত শনিবার (৩০ নভেম্বর) চ্যারিটি শো অনুষ্টিত হয়েছে। এতে দুটি পর্ব ছিলো। প্রথম পর্বে আলোচনায় অংশ নিয়ে স্থানীয় এমপি প্রর্থীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া চ্যারিটি শোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দ্বিতীয় পর্বে ছিলো সংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমার মেয়ে তানিসা আমার বোন কণ্ঠশিল্পী পলিনের মেয়ে লুজার্ণ ও স্থানীয় প্রেরণা মন্ডল নৃত্য পরিবেশন করেছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী বলেন, এই ধরণের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অনেক ভালো লাগছে। এটি খুবই ভালো একটি কাজ। গত বছর এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এর আগের বছর ছিলেন মমতাজ বেগম। আমার মনে হয়, এই ধরনের উদ্যেগে আরো বেশি মানুষের অংশগ্রহণ করা জরুরী। কারণ এখান থেকে আয় করা অর্থের মাধ্যমে স্তন ক্যান্সার আক্রান্ত নারী ও পথশিশুরা সহযোগিতা পাচ্ছেন।
স্তন ক্যান্সার আক্রান্ত নারীরা কিভাবে এই ফান্ডের সহযোগীতা পান, জানতে চাইলে নিপুন বলেন, স্তন ক্যান্সার পরীক্ষার জন্য প্রয়োজন হয় ‘মেমোগ্রাম মেশিন’র। দাম অনেক বেশি হওয়ায় অনেক হাসপাতালে এটা থাকে না। ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এই জায়গাটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই তারা প্রতিবছর একটি হাসপাতালে এই মেশিন কিনে দেয়। এতে খুব অল্প খরচে বেস্ট ক্যান্সার আক্রান্ত নারীরা পরীক্ষা করতে পারেন।’
আলমগীর কবির