ওস্তাদ’র নতুন নায়িকা মিমি

তরুণ চলচ্চিত্র নির্মাতা সাইফ চন্দন । ২০১৫ সালে তার প্রথম চলচ্চিত্র ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’মুক্তি পায়, এর পরে নির্মান করেন ‘টার্গেট’ ও আব্বাস । তবে ‘টার্গেট’ মুক্তি না পেলেও চলতি বছরে মাঝামাঝিতে ’আব্বাস’ মুক্তি পায় । আলোচনায় চলে আসেন সাইফ চন্দন । এবার তিনি নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র ’ওস্তাদ’।
গতকাল থেকে পুরানো ঢাকায় বিভিন্ন লোকেশনে শুরু হওয়া ওস্তাদ’র কাজ । নাম ভূমিকায় অভিনয় করছেন নায়ক জিয়াউল রোশান । রোশান ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর ২০১৬ সালে রক্ত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যামে ঢাকাই সিনেমায় পথচলা শুরু হয় তার। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’ সিনেমায় দর্শক তাকে দেখেছে। সিনেমায় তার সঙ্গে দেখা গেছে, ববি হক, পরীমনি ও নুসরাত ফারিয়া।
এবার রোশান এর নায়িকা লিষ্টে যোগ হতে যাচ্ছে নবাগত মডেল অনিন্দ্যিতা মিমি । মিমি’র মিডিয়ার শুরুটা হয়েছে বিভিন্ন ফ্যাশান হাউজের ফটোশুটের মধ্য দিয়ে । ফটো শুট এর কাজ করে বেশ কয়েক বছর কেটেছে মিরি । ২০১৮ অনিন্দ্যিতা মিমি প্রথম মিউজিক ভিডিও খাতায় নাম লেখান । প্রথম মিউজিক ভিডিওটিতে মডেল হন তিনি’ ভালোবাসি তোমাকে শিরোনামে, গানটি ছিলো শিল্পী সাদ শাহ’র। চলতি বছরে আরো দুইটি মিউজিক ভিডিওতে অনিন্দ্যিতা মিমি কাজ করেছেন । মিউজিক ভিডিও দুইটি হলো সৈয়দ ওমির ‘পরদেশী প্রেম’ ও নির্ঝর হাবীবের বেপরোয়া মন। কিন্তু মজার বিষয় হলো মিমি কন্ঠ শিল্পী হিসেবে ’বেপরোয়া মন’ গানেটিতে নিজেই কন্ঠ দেন । মডেলিং এর পাশাপাশি গান করেন নবাগত এই নায়িকা । তবে পরিচালক জানিয়েছেন ছবিতে আরো একটি নবাগত নায়িকা । সেই নায়িকার নাম উষ্ণ হক। উষ্ণ হক এর আগে রফিক সিক্দারের বসন্ত বিকেল সিনেমায় কাজ কারার কথা থাকলেও পরে তাকে বাদ দিয়ে নাসির সুবা খ্যাত নবাগত নায়িকাকে কাষ্টিং করে সিকদার । ‘ওস্তাদ’ সিনেমাটি প্রযোজনা করছে ফিল্ম ওয়ার্ল্ড।
সাইফ চন্দনের এটি চার নাম্বার সিনেমা। এর আগে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ‘টার্গেট’ ও ‘আব্বাস’ নির্মাণ করেছেন তিনি।
সাইফ চন্দন বলেন, ‘পুরান ঢাকার গল্প নিয়ে আমার এই ছবি। ছবির প্রধান নায়ক ছবির গল্প। আজ থেকে ছবির শুটিং শুরু করলাম। রোশান, মিমি, উষ্ণ ছাড়াও ছবির অন্যতম আকর্ষণ হিসেবে আছেন তাসকিন রহমান। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং করবো। দ্বিতীয় লট থেকে তাসকিন শুটিংয়ে যোগ দেবেন। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই শুটিং শেষ করার ইচ্ছে আছে।
‘ওস্তাদ’-এর গল্প জসিম উদ্দিনের, সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। আগামী পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দিতে চান সাইফ চন্দন।
রোমান রায়