চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী ক্যারিয়ারের শুরু থেকেই খুব বেছে কাজ করতে পছন্দ করেন। এ পর্যন্ত অসংখ্য হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। কিছুদিন আগে এফডিসিতে মির্জা সাখাওয়াত হোসেনের ‘অর্জন ৭১’ নামে ব্যতিক্রমী গল্পের সিনেমায় কাজ করেন এ অভিনেত্রী। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে উপজীব্য করে ছবিটির গল্প। এ সিনেমার বাইরে ভক্তদের জন্য নতুন আরেকটি কাজের খবর জানালেন এ তারকা। রেডিওতে একটি বিশেষ শোতে অতিথি হিসেবে এবার শ্রোতারা নিয়মিত তার কণ্ঠ শুনতে পাবেন। অনুষ্ঠানের নাম ‘ডিঙ্কো ফ্লোট প্রেজেন্টস মৌসুমী হাওয়া’। গত রোববার রাত ৯টায় এ অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচার হয়েছে।
রোমান রায়